Pageviews

Thursday, May 23, 2019

কার জয়, কার পরাজয় ?

তোষণ, ভিক্ষা ও মতাদর্শহীন রাজনীতি বেশি দিন টিকে থাকতে পারে না। আজ তা আবার প্রমান হলো। জয় আজ যারই হয় থাকুক বাঙালির কিন্তু পরাজয়, এবং শুধু পরাজয় বললে ভুল হবে-- বাংলার মাটিতে বাঙালির অধিকার, ভাষা ও সংস্কৃতির সুবর্ণ ইতিহাস, একটি জাতির আত্ম পরিচয় এবং তার সার্বভৌমত্বের পরাজয়ের আজ প্রথম অধ্যায় শুরু হলো।
বিগত ৩৪ বছর আমরা প্রশ্ন করিনি, 
আমরা ভেনেজুয়েলা, কিউবা নিয়ে রাস্তায় ভণ্ডামির আগুন জ্বালিয়েছি, আমরা প্রশ্ন করিনি
মরিঝাপির বাঙালির ওপর গুলি চালানো হয় ,
আমরা প্রশ্ন করিনি
তাদের মৃতদেহ বাঘে কুমিরে টেনে নিয়ে যায় ,
আমরা প্রশ্ন করিনি
বাংলা স্কুল কলেজ উচ্ছেদ করে হিন্দি স্কুল তৈরী করা হয়
আমরা প্রশ্ন করিনি
কলকাতায় উর্দু কে শীর্ষ স্থান দেয়া হয় পথনির্দেশ এর ভাষা হিসেবে, আমরা প্রশ্ন করিনি
বাঙালি ছেলে মেয়েরা মাওরা হয়ে রাস্তায়, খোলা আকাশের নিচে বিচার দাবি করে,
আমরা প্রশ্ন করিনি
বাঙালি ছেলে মেয়েরা চাকরি পায়না অথচ বহিরাগতরা সাধু, অসাধু উপায়ে সরকারি চাকরি হাতিয়ে বাংলায় জুড়ে বসে চলে,
আমরা প্রশ্ন করিনি I
বিগত ১০ বছরের তোষণ, ভিক্ষা, মতাদর্শনহীনতা,
আমরা প্রশ্ন করিনি
পিল পিল করে দিবারাত্রি অবাঙালি বাংলায় প্রবেশ করে যাচ্ছে বাঙালি ক্রমাগত ভাবে সংখ্যালঘু হয়ে যাচ্ছে,
আমরা প্রশ্ন করিনি
বাংলার কৃষি জমি, এলাকা, গ্রাম, পাড়া একে একে দখল হয়ে যাচ্ছে, আমরা প্রশ্ন করিনি ।
কত দিন মেরুদন্ডহীন হয়ে থাকবেন?
কাল আপনার ছেলে মেয়ে নাতি, নাতনির উত্তরসূরির কাছে কি পরিচয় দেবেন?
যে আপনি এক বীর বিপ্লবী জাতির ঐতিয যারা ভারত স্বাধীন করেছিল আর তার পর নিজেরাই পরাধীন হয়ে চিরতরে নিজের মাটিতে আপন সত্তা, সম্ভ্রম, সংস্কৃতি, ভাষা এমন কি নিজের অস্তিত্ব হারালো ?
নিজেকে প্রশ্ন করুন !

No comments:

Post a Comment