Pageviews

Thursday, May 23, 2019

কার জয়, কার পরাজয় ?

তোষণ, ভিক্ষা ও মতাদর্শহীন রাজনীতি বেশি দিন টিকে থাকতে পারে না। আজ তা আবার প্রমান হলো। জয় আজ যারই হয় থাকুক বাঙালির কিন্তু পরাজয়, এবং শুধু পরাজয় বললে ভুল হবে-- বাংলার মাটিতে বাঙালির অধিকার, ভাষা ও সংস্কৃতির সুবর্ণ ইতিহাস, একটি জাতির আত্ম পরিচয় এবং তার সার্বভৌমত্বের পরাজয়ের আজ প্রথম অধ্যায় শুরু হলো।
বিগত ৩৪ বছর আমরা প্রশ্ন করিনি, 
আমরা ভেনেজুয়েলা, কিউবা নিয়ে রাস্তায় ভণ্ডামির আগুন জ্বালিয়েছি, আমরা প্রশ্ন করিনি
মরিঝাপির বাঙালির ওপর গুলি চালানো হয় ,
আমরা প্রশ্ন করিনি
তাদের মৃতদেহ বাঘে কুমিরে টেনে নিয়ে যায় ,
আমরা প্রশ্ন করিনি
বাংলা স্কুল কলেজ উচ্ছেদ করে হিন্দি স্কুল তৈরী করা হয়
আমরা প্রশ্ন করিনি
কলকাতায় উর্দু কে শীর্ষ স্থান দেয়া হয় পথনির্দেশ এর ভাষা হিসেবে, আমরা প্রশ্ন করিনি
বাঙালি ছেলে মেয়েরা মাওরা হয়ে রাস্তায়, খোলা আকাশের নিচে বিচার দাবি করে,
আমরা প্রশ্ন করিনি
বাঙালি ছেলে মেয়েরা চাকরি পায়না অথচ বহিরাগতরা সাধু, অসাধু উপায়ে সরকারি চাকরি হাতিয়ে বাংলায় জুড়ে বসে চলে,
আমরা প্রশ্ন করিনি I
বিগত ১০ বছরের তোষণ, ভিক্ষা, মতাদর্শনহীনতা,
আমরা প্রশ্ন করিনি
পিল পিল করে দিবারাত্রি অবাঙালি বাংলায় প্রবেশ করে যাচ্ছে বাঙালি ক্রমাগত ভাবে সংখ্যালঘু হয়ে যাচ্ছে,
আমরা প্রশ্ন করিনি
বাংলার কৃষি জমি, এলাকা, গ্রাম, পাড়া একে একে দখল হয়ে যাচ্ছে, আমরা প্রশ্ন করিনি ।
কত দিন মেরুদন্ডহীন হয়ে থাকবেন?
কাল আপনার ছেলে মেয়ে নাতি, নাতনির উত্তরসূরির কাছে কি পরিচয় দেবেন?
যে আপনি এক বীর বিপ্লবী জাতির ঐতিয যারা ভারত স্বাধীন করেছিল আর তার পর নিজেরাই পরাধীন হয়ে চিরতরে নিজের মাটিতে আপন সত্তা, সম্ভ্রম, সংস্কৃতি, ভাষা এমন কি নিজের অস্তিত্ব হারালো ?
নিজেকে প্রশ্ন করুন !

Sunday, May 05, 2019

আদর্শ ও জাতীয়তাবাদ : (বাঙালি DNA ও Moral Policing )

মোরাল পোলিসিং  সুস্থ সমাজে একটি নিন্দনীয় পদক্ষেপ।
সহমত। আমাদের মতন একটি প্রগ্রেসিভ জাতির এইরূপ চিন্তা শোভা পায় না।
কিন্তু  আমাদের প্রশ্ন যে, আমরা সত্যি কি আমাদের প্রোগ্রেসিভ জায়গা টা ধরে রাখতে পেরেছি? আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে।
আমি, আপনি অহিংসবাদী হতেই পারি / পারেন তাতে কোন সমস্যা নেই। কিন্তু যখন আপনি ভয়ানক ব্যাধির কবলে পড়েন তখন চিকিৎস্যকের দেয়া আন্টি বায়োটিক এক প্রকার হিংসা কেই কার্যকরী করে, এবং আপনার প্রাণ বাঁচায়।
টেকনিক্যালি আপনি কিন্তু আর অহিংসবাদী থাকলেন না।
আপনি, আমি, আমরা যাঁরা বাঙালির ভবিষ্যৎ নিয়ে কাজ করছি / করছেন, বা করবেন বলে মনে করছেন -- যদি আমাদের গৃহেই অবাঙালি মানুষজন বিবাহ সূত্রে অবস্থান করে, আমাদের মনে হয় বাংলায় আমাদের অস্তিত্বের লড়াই এর জায়গা টা ব্যক্তিগত ভাবে  খুব ঠুনকো হয়ে দাঁড়াবে। অপ্রাসঙ্গিক ও প্রসাধনী হয়ে উঠবে।
অবাঙালিদের ভাষায় কাগুজে কেরামতি হয়ে উঠবে।
একটু ভেবে দেখবেন।
জয় বঙ্গভূমি।

Thursday, May 02, 2019

বাঙালি DNA :

আপনারা যারা বাংলা ও বাঙালির কথা ভাবছেন বলছেন এবং সাধ্য মতন আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন -- আপনার কাছে একটি বিশেষ নিবেদন :
আপনার বাড়ি, পাড়ায়, এলাকায় কম বয়েসী ছেলে মেয়েদের সচেতন করুন, তারা যেন--
অবাঙালি ছেলে মেয়েদের সাথে ঋদ্ধতা না বাড়ায় কারণ আমরা লক্ষ করছি যে এই সব হিন্দি ভাষী মানুষ সহজে আমাদের পরিবারে বিবাহ সূত্রে প্রবেশ করে যাচ্ছে মোটা টাকার পণ অথবা সমৃদ্ধির লোভ দেখিয়ে।
এর মুলে আছে হিন্দি অনুপ্রেরিত শিক্ষা ব্যবস্থা, বিনোদন ও সংস্কৃতি যার সাথে যুক্ত হয় কর্মসংস্থান ও ক্রয়ক্ষমতা, যা আমাদের মনে জাতির প্রতি হীনমন্যতা সৃষ্টি করে।
মনে রাখবেন এটাও একটা সিস্টেম্যাটিক প্রক্রিয়া যা আমাদের DNA চেঞ্জ করে দিয়ে আমাদের সাংস্কৃতিক ভাবে সুদূর ভবিষ্যতে বিহার ও উত্তর প্রদেশের মানুষের মতন করে দেয়ার একটা সুপরিকল্পিত প্রচেষ্টা !
আপনারা যারা শিক্ষক, কোচ , স্কুলের কলেজের সিনিয়র ইত্যাদি, যারা তরুণ-তরুণী দের মনে যথেষ্ট সম্ভ্রম ও আদরের জায়গা রাখেন, এটা আজ আপনার জাতির প্রতি কর্তব্য !
বাংলার মাটি, জমি, অর্থনীতি ও বাঙালি DNA রক্ষার্থে এগিয়ে আসুন ।
যাঁরা টাকার লোভে বাঙালি জাতির গৌরব তাচ্ছিল্য করে মেরুদন্ডহীনতা আলিঙ্গন করছে তাদের সামাজিক বহিস্কার করুন। তাদের বিবাহ ভোজের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করুন।
আমাদের অস্তিত্বের লড়াই আমাদের বাড়ি থেকেই শুরু হোক।
জয় বাংলা