মোরাল পোলিসিং সুস্থ সমাজে একটি নিন্দনীয় পদক্ষেপ।
সহমত। আমাদের মতন একটি প্রগ্রেসিভ জাতির এইরূপ চিন্তা শোভা পায় না।
কিন্তু আমাদের প্রশ্ন যে, আমরা সত্যি কি আমাদের প্রোগ্রেসিভ জায়গা টা ধরে রাখতে পেরেছি? আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে।
আমি, আপনি অহিংসবাদী হতেই পারি / পারেন তাতে কোন সমস্যা নেই। কিন্তু যখন আপনি ভয়ানক ব্যাধির কবলে পড়েন তখন চিকিৎস্যকের দেয়া আন্টি বায়োটিক এক প্রকার হিংসা কেই কার্যকরী করে, এবং আপনার প্রাণ বাঁচায়।
টেকনিক্যালি আপনি কিন্তু আর অহিংসবাদী থাকলেন না।
আপনি, আমি, আমরা যাঁরা বাঙালির ভবিষ্যৎ নিয়ে কাজ করছি / করছেন, বা করবেন বলে মনে করছেন -- যদি আমাদের গৃহেই অবাঙালি মানুষজন বিবাহ সূত্রে অবস্থান করে, আমাদের মনে হয় বাংলায় আমাদের অস্তিত্বের লড়াই এর জায়গা টা ব্যক্তিগত ভাবে খুব ঠুনকো হয়ে দাঁড়াবে। অপ্রাসঙ্গিক ও প্রসাধনী হয়ে উঠবে।
অবাঙালিদের ভাষায় কাগুজে কেরামতি হয়ে উঠবে।
একটু ভেবে দেখবেন।
জয় বঙ্গভূমি।
সহমত। আমাদের মতন একটি প্রগ্রেসিভ জাতির এইরূপ চিন্তা শোভা পায় না।
কিন্তু আমাদের প্রশ্ন যে, আমরা সত্যি কি আমাদের প্রোগ্রেসিভ জায়গা টা ধরে রাখতে পেরেছি? আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি কিন্তু অন্য কথা বলছে।
আমি, আপনি অহিংসবাদী হতেই পারি / পারেন তাতে কোন সমস্যা নেই। কিন্তু যখন আপনি ভয়ানক ব্যাধির কবলে পড়েন তখন চিকিৎস্যকের দেয়া আন্টি বায়োটিক এক প্রকার হিংসা কেই কার্যকরী করে, এবং আপনার প্রাণ বাঁচায়।
টেকনিক্যালি আপনি কিন্তু আর অহিংসবাদী থাকলেন না।
আপনি, আমি, আমরা যাঁরা বাঙালির ভবিষ্যৎ নিয়ে কাজ করছি / করছেন, বা করবেন বলে মনে করছেন -- যদি আমাদের গৃহেই অবাঙালি মানুষজন বিবাহ সূত্রে অবস্থান করে, আমাদের মনে হয় বাংলায় আমাদের অস্তিত্বের লড়াই এর জায়গা টা ব্যক্তিগত ভাবে খুব ঠুনকো হয়ে দাঁড়াবে। অপ্রাসঙ্গিক ও প্রসাধনী হয়ে উঠবে।
অবাঙালিদের ভাষায় কাগুজে কেরামতি হয়ে উঠবে।
একটু ভেবে দেখবেন।
জয় বঙ্গভূমি।
No comments:
Post a Comment