Pageviews

9181

Thursday, May 02, 2019

বাঙালি DNA :

আপনারা যারা বাংলা ও বাঙালির কথা ভাবছেন বলছেন এবং সাধ্য মতন আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন -- আপনার কাছে একটি বিশেষ নিবেদন :
আপনার বাড়ি, পাড়ায়, এলাকায় কম বয়েসী ছেলে মেয়েদের সচেতন করুন, তারা যেন--
অবাঙালি ছেলে মেয়েদের সাথে ঋদ্ধতা না বাড়ায় কারণ আমরা লক্ষ করছি যে এই সব হিন্দি ভাষী মানুষ সহজে আমাদের পরিবারে বিবাহ সূত্রে প্রবেশ করে যাচ্ছে মোটা টাকার পণ অথবা সমৃদ্ধির লোভ দেখিয়ে।
এর মুলে আছে হিন্দি অনুপ্রেরিত শিক্ষা ব্যবস্থা, বিনোদন ও সংস্কৃতি যার সাথে যুক্ত হয় কর্মসংস্থান ও ক্রয়ক্ষমতা, যা আমাদের মনে জাতির প্রতি হীনমন্যতা সৃষ্টি করে।
মনে রাখবেন এটাও একটা সিস্টেম্যাটিক প্রক্রিয়া যা আমাদের DNA চেঞ্জ করে দিয়ে আমাদের সাংস্কৃতিক ভাবে সুদূর ভবিষ্যতে বিহার ও উত্তর প্রদেশের মানুষের মতন করে দেয়ার একটা সুপরিকল্পিত প্রচেষ্টা !
আপনারা যারা শিক্ষক, কোচ , স্কুলের কলেজের সিনিয়র ইত্যাদি, যারা তরুণ-তরুণী দের মনে যথেষ্ট সম্ভ্রম ও আদরের জায়গা রাখেন, এটা আজ আপনার জাতির প্রতি কর্তব্য !
বাংলার মাটি, জমি, অর্থনীতি ও বাঙালি DNA রক্ষার্থে এগিয়ে আসুন ।
যাঁরা টাকার লোভে বাঙালি জাতির গৌরব তাচ্ছিল্য করে মেরুদন্ডহীনতা আলিঙ্গন করছে তাদের সামাজিক বহিস্কার করুন। তাদের বিবাহ ভোজের নিমন্ত্রণ প্রত্যাখ্যান করুন।
আমাদের অস্তিত্বের লড়াই আমাদের বাড়ি থেকেই শুরু হোক।
জয় বাংলা

No comments:

Post a Comment